গাজীপুরে বিজয় দিবসের পথযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
  • 47 বার পঠিত

বিশেষ প্রতিনিধি মো: শাহ আলম

গাজীপুর এক আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমানের নেতৃত্বে লক্ষাধিক মানুষ বিজয় দিবসের পথযাত্রায় অংশ নেয়। অ্যাডভোকেট কামরুজ্জামান-সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি গাজীপুর এর দিকনির্দেশনায় কালিয়াকৈর উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এই পথ যাত্রায় অংশ নেয়। ১৬/১২/২৫ রোজ মঙ্গলবার ভোর ৬ টা থেকে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে নেতাকর্মী ও সাধারণ মানুষ একত্রিত হতে থাকে। পরবর্তীতে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান উপস্থিত হলে পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় সাধারণ মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায় এমনকি রিসকাচালক, কৃষক, গার্মেন্টস শ্রমিক সহ হাজার হাজার মহিলারাও যোগদান করেন। সকলকে হাসি খুশি মনোভাব নিয়ে পথ যাত্রা করতে দেখা যায়। এ আনন্দের বিষয়ে কয়েকজন সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আমাদের পছন্দের প্রার্থীকে কোন ভোট প্রদান করতে পারি নাই, এবার নির্বাচনে আমরা আমাদের পছন্দের প্রার্থী কে ধানের শীষের মার্কায় ভোট প্রদান করতে পারবো, আমাদের এই খুশি বিজয় দিবসের আনন্দের সাথে দ্বিগুণ হয়ে গিয়েছে।

নিউজটি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করুন।

এই ক্যাটাগরীর আরো খবর